২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে চলতি মৌসুমে আমন ক্ষেতে ব্যাপকভাবে মাজরা পোকার কারণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এবার মাজরা পোকা ও ইঁদুরের আক্রমণে হাজার হাজার হেক্টর ধান লাল হয়ে পড়েছে। মো. মুশিদ মিয়া নামে একজন কৃষক জানান, পোকার জন্য ওষুধ দেওয়ার পরেও কোনো ধরনের সুফল পাচ্ছি না। অথচ অন্যান্য বছরের তুলনায় এবার বেশি বৃষ্টিপাত হয়েছে। বহু আশা করেছিলাম যে, এ বছর আমনের বাম্পার ফলন হবে। কিন্তু সেই আশা এখন আর নেই। গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্নী বলেন, পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের মাঠকর্মীদের নির্দেশ দেওয়া রয়েছে এ ব্যাপারে কৃষকদের জরুরি বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার জন্য। তবে পোকার আক্রমণ ও ইঁদুরের ব্যাপারে বিশেষ...