২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াকে এখন থেকে আর কোনো ধরনের আর্থিক সহায়তা বা ভর্তুকি দেবে না যুক্তরাষ্ট্র। আজ রোববার এই তথ্য জানিয়েছে সিএনএন। এক সময় দুই দেশ একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও, গত বেশ কিছুদিন ধরেই বোগোতার সঙ্গে ওয়াশিংটনের রেষারেষি চলছে। এবার সেই দ্বৈরথকে নতুন মাত্রায় নিয়ে গেছেন ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে গত কয়েক মাসে বেশ কয়েকবার বাদানুবাদে জড়িয়েছেন তিনি।গতকাল সকালে সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কলম্বিয়ায় মাদক উৎপাদন বন্ধে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন না গুস্তাভো পেত্রো। ‘আমেরিকার কাছ থেকে বড় আকারে আর্থিক সহায়তা ও ভর্তুকি পাওয়ার পরও তিনি এটা করেন না। (এ ঘটনার পর) সহায়তা অব্যাহত রাখা দীর্ঘ মেয়াদে...