বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও গণতান্ত্রিক উত্তরণের পথ নিয়ে উদ্বেগ ও আশাবাদ ব্যক্ত করে ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব লর্ডসে অনুষ্ঠিত হয়েছে এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক। এতে বক্তারা বলেছেন, বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে দ্রুত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। ব্রিটেনের বাংলা গণমাধ্যমকর্মীদের সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকের সভাপতিত্ব করেন হাউজ অব লর্ডসের সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীন। আলোচনার মূল বিষয় ছিল, ‘বাংলাদেশের ভবিষ্যৎ–কীভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়।’ বক্তারা বলেন, অভ্যুত্থানের পর নৈতিক শক্তি নিয়ে ক্ষমতায় আসা সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। নির্বাচন বিলম্বিত...