শারমিন আক্তারের পর দলকে টানলেন নিগার সুলতানা। তার চমৎকার ইনিংসে শেষ ওভারে গড়াল ম্যাচ, যেখানে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু শেষ ৬ বলে নিগারসহ চার উইকেট হারিয়ে সেই সমীকরণ মেলাতে পারল না তারা। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে উইমেন’স বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার আশা শেষ হয়ে গেল তাদের। ন্যাভি মুম্বাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার সোমবারের ম্যাচটি ছিল দুই দলের জন্যই বাঁচা-মরার। সেখানে লঙ্কানদের বাগে পেরেও হারাতে পারল না বাংলাদেশ। শেষের ওই ব্যাটিং ব্যর্থতায় ১ রানে ৫ উইকেট হারিয়ে পেল ৭ রানে পরাজয়ের তেতো স্বাদ। শেষ ওভারে চামারি আতাপাত্তুর দুর্দান্ত বোলিংয়ে ২০৩ রানের লক্ষ্যে ১৯৫ রানে থেমে যায় বাংলাদেশ। এই জয়ে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় দলকে শক্ত ভিত গড়ে দেন শারমিন। তবে ১ ছক্কা ও ৪টি চারে ৬৪ রান করে রিটায়ার্ড...