ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো ব্যবসায়িক মহল এখন গভীর দুশ্চিন্তায়। শনিবার (১৮ অক্টোবর) বিকালে বিমানবন্দরের আমদানি অংশে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ পণ্য ও কাঁচামাল— যার প্রভাব পড়ছে তৈরি পোশাক, ওষুধ, ইলেকট্রনিকস, টেলিকম, এমনকি ক্ষুদ্র ব্যবসাগুলোতেও। রফতানিকারকদের আশঙ্কা, এই দুর্ঘটনা শুধু সাময়িক ক্ষতির কারণ নয়—বরং বাংলাদেশের রফতানি সরবরাহ চেইনে (শৃঙ্খল) দীর্ঘমেয়াদি ধাক্কা তৈরি করতে পারে। ইতোমধ্যে বড়দিনের (ক্রিসমাস) মৌসুম সামনে রেখে উৎপাদন ও চালান কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) জানিয়েছে, বিমানবন্দরের আগুনে ক্ষতির প্রাথমিক হিসাব এক বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। দেশের শিল্প খাত একের পর এক অগ্নিকাণ্ডে চরম অস্থিরতার মধ্যে পড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানী ও বন্দরনগরীতে সংঘটিত তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড...