‘সবার জন্য গুণগত পরিসংখ্যান ও তথ্য’ প্রতিপাদ্যে বাংলাদেশে পালিত হলো ‘আন্তর্জাতিক ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫’। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে একটি উচ্চপর্যায়ের বহুপক্ষীয় সংলাপ। যেখানে নীতিনির্ধারক, একাডেমিক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও পরিসংখ্যান ও তথ্যপ্রযুক্তি বিভাগের (এসআইডি) সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই সংলাপের আয়োজন করে । অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “পরিসংখ্যান তখনই অর্থবহ, যখন তা সঠিক, স্বচ্ছ ও সহজপ্রাপ্য হয়। গুণগত তথ্যের মাধ্যমেই আমরা জনআস্থা গড়ে তুলি ও নীতি নির্ধারণ করি।” বিশেষ অতিথি ইউএনডিপি বাংলাদেশের উপ-বাস্তবায়ন প্রতিনিধি সোনালি দয়ারত্নে বলেন, “বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক তথ্যই হলো গতিশীল ও টেকসই উন্নয়নের ভিত্তি।” তিনি আরও বলেন, “বিবিএসের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন, সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও...