নারীদের ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই ম্যাচটা ছিল নকআউট। বাংলাদেশ এক পর্যায়ে জয়ের পথেই ছিল। সেখান থেকে চাপে পড়ে হেরেছে স্নায়ুর লড়াইয়ে। থ্রিলারে পরিণত হওয়া ম্যাচ ৭ রানে জিতেছে শ্রীলঙ্কা। ২০৩ রানের লক্ষ্যে ৯ উইকেটে ১৯৫ রানে থেমেছে বাংলাদেশ দল। তাতে টুর্নামেন্ট সেমির আশা শেষ হয়ে গেছে তাদের। লঙ্কানরা অবশ্য এখনও আশা বাঁচিয়ে রেখেছে। অবিশ্বাস্য ব্যাটিং ধসে ৭ বলে শেষ ৫ উইকেট হারিয়ে ছিটকে যায় লাল সবুজ দল। একটা পর্যায়ে তারা সঠিক পথেই ছিল। ৪ উইকেটে স্কোর ছিল ১৯১ রান। জয়ের জন্য ১২ বলে দরকার ছিল ১২। কিন্তু শেষ মুহূর্তে বাড়তে থাকা চাপটা সামাল দিতে পারেনি তারা। ৪৯তম ওভারে রিতু মনি ফিরতেই শুরু হয় ধস। শেষ ওভারে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর চার বলে ফিরেছেন রাবেয়া (১),...