চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার গত বছরের রাজনৈতিক ডামাডোলের মধ্য দিয়ে যাওয়া একই সময়ের চেয়ে কিছুটা বেড়েছে। গত জুলাই-সেপ্টেম্বরে এডিপির অর্থ ব্যয় হয়েছে বরাদ্দের ৫ দশমিক ০৯ শতাংশ; যা আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। রোববার এডিপি বাস্তবায়নের সবশেষ তথ্য প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ—আইএমইডি। একক মাস হিসেবে গত সেপ্টেম্বরে বরাদ্দের ২ দশমিক ৭০ শতাংশ ব্যয় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ১৮ শতাংশ। জুলাই-সেপ্টেম্বরে মোট ১২ হাজার ১৫৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৩ হাজার ২১৫ কোটি ৩০ লাখ টাকা। সাধারণত অর্থবছরের প্রথম দিকে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থছাড় কম হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। গত...