বাংলাদেশের সঙ্গে অংশ নিচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তান, আফগানিস্তান সেন্ট্রাল ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) আরেকটি টুর্নামেন্ট ঢাকায় শুরু হচ্ছে আগামীকাল। তবে এই টুর্নামেন্টকে ঘিরে মূলত দুটি লক্ষ্য বাংলাদেশের। প্রথমটি লম্বা সময় আন্তর্জাতিক ম্যাচ না খেলার সুবাদে আন্তর্জাতিক র্যাংকিং পুনরুদ্ধার করা। দ্বিতীয়টি ছয় দেশ নিয়ে হতে যাওয়া এই প্রতিযোগিতায় ফাইনালে খেলা। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান অংশ নিচ্ছে। ২০১৬ সালে সর্বশেষ কাভা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ সালেও সেরা হয়েছিল বাংলাদেশ, তবে ওই আসর ছিল অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। বৈশ্বিক ভলিবলের বর্তমান র্যাংকিংয়ে রয়েছে ১০১টি দেশ। কিন্তু ২০২৩ সালের পর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ না নেয়ায় বাংলাদেশ নেই এই তালিকায়। গত সংবাদ সম্মেলনে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ঘুরে ফিরে বললেন, র্যাংকিংয়ে...