২০ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম দীর্ঘ ৯ মাস পর টেস্টে খেলতে নামার অভিজ্ঞতাটা মোটেই সুখকর হলো না আফগানিস্তানের। ব্রাড ইভান্সের দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদের দেড়শর আগেই গুটিয়ে বড় লিডের ভিত গড়ে ফেলেছে জিম্বাবুয়ে। হারারেতে দুই দলের একমাত্র টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ে শেষ করেছে ২ উইকেটে ১৩০ রান নিয়ে। হাতে ৮ উইকেট নিয়ে তারা প্রথম ইনিংসে নিয়ে ফেলেছে ৩ রানের লিড। ১ উইকেটে ৭৭ রান থেকে নিজেদের প্রথম ইনিংসে স্রেফ ১২৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ৫০ রানে তারা হারায় শেষ ৯ উইকেট! ৯.৩ ওভারে স্রেফ ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে তাদের সবচেয়ে বড় সর্বনাশটা করেন ইভান্স। ডানহাতি পেস অলরাউন্ডার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই পেয়ে গেলেন ৫ উইকেটের স্বাদ। ৪৭ রানে ৩ উইকেট নেন আরেক পেসার...