দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের কোনো নাটক বা সিনেমায় খুব বেশি অভিনয় করতে দেখা না গেলেও কলকাতার সিনেমায় একের পর এক অভিনয় করছেন এই অভিনেত্রী। বাংলাদেশের মেয়ে হয়ে কেন বিদেশের ছবিতে বেশি অভিনয় করছেন, এসবের কারণ জানলেন এ অভিনত্রেী।জয়া জানান, দেশে তিনি মনভরা কাজ পাচ্ছিলেন না। তাই শিল্পের প্রতি টান থেকেই কলকাতায় যাওয়া। তার ভাষায়, তখন বাংলাদেশে আমি করতে পারি সে ধরনের কাজ পাচ্ছিলাম না। সেই কষ্টের জায়গা থেকে এবং শিল্পের প্রতি আমার প্যাশনের কারণেই কলকাতায় গিয়েছি। অভিনয় ছাড়া তো আমি কিছু করিনি বা পারি না। অভিনয় করতেই হতো আমাকে। দেশের চলচ্চিত্র অঙ্গনে টিকে থাকতে অনেক সময় পরিচালকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা লাগে এমন ইঙ্গিত দিয়ে জয়া বলেন, যে পরিচালকদের জন্য আমি সব সময় হাজির থেকেছি তারা আমাকে...