প্রেমিকাকে তুষ্ট করতে দাদির কাছে টাকা চেয়ে না পাওয়ায় নাতি অনিক হাসান হৃদয় গলা কেটে খুন করেছেন দাদি আকলিকা খাতুনকে (৬৫)। এ ঘটনা ঘটেছে গত শনিবার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়মজিদপুর গ্রামে। রোববার সন্ধ্যায় এ খুনের ঘটনায় গ্রেফতারকৃত নাতি অনিক হাসান হৃদয় (১৯) রংপুর সিনিয়র জুডিশিয়াল আমলি ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযুক্ত আসামি তার জবানবন্দিতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন বলে আদালতের একটি সূত্র নিশ্চিত করেছেন। ঘটনার বিবরণে জানা গেছে, গত শনিবার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের রড়মজিদপুর গ্রামে আকলিমা বেগম (৬৫) খুন হন। পরে ওই বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আকলিমা বেগম ওই এলাকার মো. হাকিম মিয়ার স্ত্রী ছিলেন। ঘটনার পর পুলিশ ও পরিবারের সদস্যরা প্রথমে হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। স্থানীয়রা...