৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা-২০২৫ এর ঢাকা বিভাগীয় পর্বে মেয়েদের কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোপালগঞ্জের রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ।বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য, দলীয় সমন্বয় ও দৃঢ় মানসিক শক্তির প্রদর্শন করে প্রতিষ্ঠানটির মেয়েরা।ফাইনালে তারা শক্তিশালী প্রতিপক্ষ ঢাকা জেলাকে ৩৩-২১ পয়েন্টে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। যা পুরো গোপালগঞ্জবাসীর জন্য এক গর্বের অর্জন।এর আগে প্রথম রাউন্ডে শরিয়তপুর জেলাকে ২৬-১৯ পয়েন্টে ও দ্বিতীয় রাউন্ডে নারায়ণগঞ্জ জেলাকে ১৫-১২ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে ওঠে এবং সেমি ফাইনালে ঢাকা মহানগরকে ২৮-১৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে ঢাকা জেলার মুখোমুখী হয়।শাহবাগসহ সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদেরপ্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি খেলোয়াড়ের মধ্য ছিল অনন্য দলীয় চেতনা, কৌশলগত বুদ্ধিমত্তা এবং অদম্য মনোবল। এই সাফল্যের পেছনে রয়েছে কোচ, শিক্ষক...