সিপিবির একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থানরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে। কেন্দ্রীয় শহীদ মিনারে টানা নবম দিন ‘লাগাতার অবস্থান’ কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের তিন দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরনো পল্টন মোড়ে অনুষ্ঠিত সংহতি সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।আরো পড়ুন:চট্টগ্রামে সড়কের পাশ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধারজুবায়েদ হত্যা: জবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চট্টগ্রামে সড়কের পাশ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার জুবায়েদ হত্যা: জবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, শিক্ষকনেতা জাহাঙ্গীর হোসেনসহ অন্য নেতারা। সমাবেশ শেষে একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থানরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে। শিক্ষকদের তিন দফা দাবি...