ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট হারিয়ে কোচের সঙ্গে ঝগড়ায় জড়ালেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তাদের এমন আচরণে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন ভাষ্যকার আঞ্জুম চোপড়া। গতকাল নারী বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতের ম্যাচে এমন ঝগড়ার ঘটনা দেখা যায় ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ও দলের প্রধান কোচের মধ্যে। ঝগড়ার মূল কারণ—ম্যাচের ক্লান্তিলগ্নে দায়িত্বজ্ঞানহীনভাবে নিজের উইকেট হারানো। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ২৮৯ রানের লক্ষ্য পায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারে দুই উইকেট হারিয়ে তোলে মাত্র ৪২ রান। চাপে পড়া ম্যাচে দলকে আশা দেখান স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত কৌর। দুজন মিলে ১২২ বলে ১২৫ রানের জুটি গড়েন। দলের এমন পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন হারমানপ্রীত। ম্যাচের ৩১তম ওভারে নাটালি সাইভার-ব্রান্টের বলে এমা ল্যাম্বের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৭০...