চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক ইজিবাইক চালককে হত্যা টাকা ছিনতাইয়ের মামলায় দুই যুবককে যাবজ্জীবন এবং আরেকটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কুহিনুর বেগম। দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার দক্ষিণ ইসলামবাদ গ্রামের প্রধানিয়া বাড়ির মো. নুরুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (৩৫) এবং ইন্দুরিয়া ইসলামাবাদ গ্রামের প্রধানিয়া বাড়ির শহীদুল ইসলামের ছেলে মো. সবুজ (২৫)। হত্যার শিকার ইব্রাহীম পাটোয়ারী (৪৮) উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামের পাটোয়ারী বাড়ির আবুল কাশেম পাটোয়ারীর ছেলে। মামলার বরাতে পিপি কুহিনুর বেগম বলেন, ইব্রাহীমের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। এক পর্যায়ে ইব্রাহীমের স্ত্রীর এক আত্মীয়ের বাড়িতে চলে যান। এর মধ্যে ইব্রাহিম তার দুটি ইজিবাইক এক লাখ ৭০...