জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় মাহির রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে কয়েকস্থানে পুলিশের অভিযানের পর সোমবার,(২০ অক্টোবর ২০২৫) ভোরে মাহিরের মা তাকে বংশাল থানায় নিয়ে সোপর্দ করে। নিহত জোবায়েদের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে মাহিরকে শনাক্ত করা হয়। পুলিশ সূত্র জানায়, সোমবার ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। এই ঘটনায় সোমবার রাত পর্যন্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৮), তার বন্ধু মাহির রহমান (১৮) ও অজ্ঞাত (১৯) সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গতকাল রোববার বিকেলে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন। আরমানিটোলার পানির পাম্প গলির ‘রওশন ভিলা’ নামের বাড়ির সিঁড়ি...