যুক্তরাষ্ট্রকে গাজায় ইসরায়েলি গণহত্যার মূল সহযোগী উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। চার বছর বয়সী, পাঁচ বছর বয়সী এবং নবজাতক – তোমরা তাদের মধ্যে ২০ হাজারেরও বেশি হত্যা করেছ! এই শিশুরা কি সন্ত্রাসী ছিল? তোমরাই সন্ত্রাসী!’ সোমবার (২০ অক্টোবর) এক বক্তৃতায় খামেনি বলেন, ‘মার্কিন সম্পদ এবং অস্ত্রশস্ত্র জায়নবাদী সরকারকে প্রচুর পরিমাণে সরবরাহ করা হয়েছে – যাতে গাজার অসহায় জনগণের ওপর তা নিক্ষেপ করা যায়। এই অপরাধের অংশীদার হলো যুক্তরাষ্ট্র।’ সম্প্রতি মিশরে গাজা শীর্ষ সম্মেলনে ট্রাম্পের দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে খামেনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট শুধু কিছু কথা এবং বাহবা দিয়ে অধিকৃত ফিলিস্তিনে বসবাসরত হতাশ জ্যনবাদীদের আশা জাগানোর এবং মনোবল বাড়ানোর চেষ্টা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের অধিকৃত ফিলিস্তিন ভ্রমণ...