২০ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক তিনটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের একলক্ষ চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রাগে ক্ষোভে ফিলিং স্টেশনের মালিক বললেন মাসে মাসে ঘুষ দিতে পারেনি বলেই অভিযান। অভিযান সূত্রে জানা গেছে, সোমার রাত ৮টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্নে হযরত আলী ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালে অভিযান পরিচালনা করেণ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডলসহ সঙ্গীয় ফোর্স। দশ বেড বিশিষ্ট হাসপাতালে একজন চিকিৎসক, তাও আবার অনিয়মিত। একজন নার্স (অনভিজ্ঞ), একজন আয়া এবং একজন ম্যানেজারে পরিচালিত হয়ে আসছে। নেই চলতি অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজ। অভিযোগে প্রমান মিলেছে ভূল অপারেশনের রোগীর করুণ অবস্থার। সবমিলে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সেবার মানোন্নয়ন ফেরাতে হাসপাতাল কর্তৃপক্ষকে একলক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে একমাসের কারাদন্ড প্রদান করা হয়।...