ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার,(২০ অক্টোবর ২০২৫) পর্যন্ত ডেঙ্গুতে ৬০ হাজার ৭৯১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় ২৪৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিহত ৪ জনের মধ্যে- ঢাকা দক্ষিণে ১ জন, ময়মনসিংহে ১ জন ও রাজশাহীতে ২ জন মারা গেছেন। এই বছর মৃত্যুর শীর্ষে ঢাকা দক্ষিণে ১২৩ জন, ঢাকা উত্তরে ৩৩ জন। দুই সিটি করপোরেশন মিলে মৃত্যু ১৫৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে- বরিশাল বিভাগে ১৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, ঢাকা বিভাগে ২০৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২০১১ জন, ঢাকা দক্ষিণে ৯৯ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন,...