ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলামকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনায় জেলখাটা এক আসামির যোগদানে আপত্তি জানানোর কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলার স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সনজিদা শারমিন স্বাক্ষরিত এক চিঠিতে ডা. মোহাম্মদ ছাইফুল ইসলামকে ওএসডি করা হয়। অভিযোগ রয়েছে, সাক্ষর জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনায় ২০২২ সালে র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস জেল খাটেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষক ইমরান মেহেদী হাসান। এ ঘটনায় ২০২২ সালের ৭ জুলাই তাকে মাগুরা...