নোয়াখালীর সুবর্ণচরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের ছাত্র জোবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, জোবায়েদ ছিল আমাদের নম্র, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তাকে সামনের সারিতে দেখা গেছে। সাহসী শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা জোর দাবি জানাই, হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সাবেক প্রধান শিক্ষক বাবু শিমুলচন্দ্র...