পিরোজপুরের নেছারাবাদে মো. মাহবুব হোসেন নামে এক জামায়াত নেতার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার টাকা না দিলে জামায়াতের রাজনীতি ছাড়তে হবে, এমনকি রাজনীতি না ছাড়লে তাকে হত্যা করে লাশ খালে ভাসিয়ে দেওয়া হবে—এমন হুমকি প্রদানের অভিযোগ উঠেছে একই এলাকার কামাল হোসেন ও হাফিজুর মৃধার বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। মাহবুব হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জুলুহার গ্রামের বাসিন্দা। এ ঘটনায় রোববার (১৯ অক্টোবর) রাতে মাহবুব হোসেন বাদি হয়ে নেছারাবাদ থানায় জুলুহার গ্রামের আক্কেল আলীর ছেলে মো. কামাল হোসেন এবং মেসন্ডা গ্রামের মো. হাফিজুর মৃধার নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, কামাল ও হাফিজুর দীর্ঘদিন ধরে মাহবুব...