আজ দীপাবলি। আলোকের উৎসব। অন্ধকারকে দূরে ঠেলে আলো ছড়িয়ে দেওয়ার এই দিনটি শুধু ধর্মীয় নয়- এটি মানবতার, সৌন্দর্যের এবং শুভবোধের উৎসব। হাজার বছরের ঐতিহ্যে দীপাবলি আজও আমাদের মনে করিয়ে দেয়, জীবনের যত অন্ধকারই আসুক, একটিমাত্র প্রদীপের আলোও আশা জাগাতে পারে। সবখানেই আজ আলো আর হাসির উৎসব।ঘর সাজানো প্রদীপে, রঙিন আলোকসজ্জায়, আতশবাজির ঝলকে আর মিষ্টির গন্ধে মুখর চারপাশ। শিশুরা খুশিতে মেতে উঠেছে, নারীরা ঘরবাড়ি পরিস্কার করে তুলেছেন নতুন সাজে। মানুষ ভুলে গেছে দৈনন্দিন ক্লান্তি। এই দিনে যেন সবার মনে একটাই প্রত্যাশা "আলো হোক, শুভ হোক।" কিন্তু দীপাবলি মানে শুধু বাহ্যিক আলো নয়; এর গভীরে আছে অন্তরের আলোকিত হওয়ার বার্তা।ঘৃণা, হিংসা, বিভাজন- এসবের অন্ধকারে মানবতা হারিয়ে গেলে দীপাবলি আমাদের মনে করিয়ে দেয়-...