বাগেরহাটে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার (২০ অক্টোবর) শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মন্দিরে চলছে পূজা-অর্চনা, প্রদীপ প্রজ্বালন। প্রায় প্রতিটি পূজা মণ্ডপে ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, উৎসবে মেতে উঠেছে চিতলমারী উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ। সাজানো হয়েছে বর্ণিল আলোসজ্জায়। হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে দেবী শ্যামার পূজা ও দীপ প্রজ্বালন। সর্বত্র বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ। এদিকে, পূজা ও উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ মন্দির ও পূজামণ্ডপগুলোতে। জেলার বিভিন্ন উপজেলাতেও শ্যামাপূজা উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছে। পূজার নানা আয়োজনে...