মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্লুইগটের স্রোতের পানিতে তারা নিখোঁজ হন। পরে রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও পৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভির হোসেন (২০) এবং তার চাচাতো ভাই আমদহ গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক হোসেন (১৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব নদের রসিকপুর স্লুইস গেটের সামনে প্রায়ই লোকজন গোসল করতে যান। তানভির ও কৌশিকও আজ গোসল করছিলেন। একপর্যায়ে কৌশিককে পানিতে ডুবে যেতে দেখে তানভির এগিয়ে...