সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা ও সংহতি জানিয়ে বক্ততৃায় এ হতাশা প্রকাশ করেন তিনি। নুর বলেন, ‘‘শিক্ষকদের আন্দোলনে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন না, তা নিয়ে আমি হতাশ। শিক্ষকরা আমাদের গুরু, জাতির মেরুদণ্ড গড়ার কারিগর, অথচ তাদের এমন কঠিন সময়ে শিক্ষার্থীরা পাশে নেই– এটা বেদনাদায়ক। ‘ শিক্ষকদের দাবির যৌক্তিকতা তুলে ধরে গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, ‘‘শিক্ষকদের বেতন ন্যূনতম ২০ হাজার টাকা হওয়া উচিত এবং তাদেরকে প্রথম শ্রেণিতে উন্নীত করা দরকার। শিক্ষকদের দাবিগুলো যদি অযৌক্তিক হতো, তাহলে কেউ একাত্মতা ও সংহতি জানাতো না।’’ নুর বলেন, ‘‘এই সরকার তো পাঁচ বছর ক্ষমতায় থাকবে না, তাহলে কেন শিক্ষকদের...