জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে প্রধান সন্দেহভাজন কলেজছাত্রকে সোমবার সকালে তার মা থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় ওই কলেজছাত্রের পাশাপাশি জুবায়েদের ছাত্রী দ্বাদশ শ্রেণির তরুণীকেও আটক করার কথা জানিয়েছে পুলিশ। আরেকজনের নাম জানানো হয়নি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা বলছে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে তার ছাত্রী ‘পছন্দ করতেন’ জানিয়ে পুলিশ বলছে, সেই ক্ষোভে ওই ছাত্রীর ‘প্রেমিক’ (আটক কলেজছাত্র) তার বন্ধুদের সঙ্গে নিয়ে জুবায়েদকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটি বলেছে, তার সঙ্গে ওই কলেজছাত্রের ৯ বছরের ‘প্রেমের সম্পর্ক’ ছিল। ওসি বলেন, “ওই কলেজছাত্র পুরান ঢাকার শেখ বোরহান উদ্দীন কলেজে উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষে পড়ে। আর মেয়েটি...