এক ওভারে বাংলাদেশের প্রয়োজন ৯ রান। হাতে পাঁচ উইকেট। ক্রিজে আছেন ব্যাট হাতে শ্রীলঙ্কার বোলারদের শাসন করা নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের জয়ই দেখছিল সবাই। বাংলাদেশ অধিনায়ক নন, পাশার দান উল্টেছেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। চার বলে চার উইকেট তুলে শেষ করে দিয়েছেন বাংলাদেশকে। অধিনায়কের হাত ধরে শ্রীলঙ্কা পেয়েছে ৭ রানের নাটকীয় জয়। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে সোমবার (১৯ অক্টোবর) টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। ৪৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৫ রানে থামে বাংলাদেশ। রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ২ রানে বিদায় নেন রুবিয়া হায়দার। কোনো রান না করেই আউট হন তিনি। আরেক ওপেনার ফারজানা হক পিংকি ৩৫ বলে ৭ রানের মন্থর ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ১৩ বলে ৮ রান...