যারা সালমান শাহ হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদের বিচার চাইলেন তার মা নীলা চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) বিদেশে থেকে আইনজীবীর ফোনে ভিডিও কলে এসব কথা বলেন সালমানের মা। ২৯ বছর দীর্ঘ লড়াইয়ের পর তার ছেলের মৃত্যুর ঘটনায় আদালত হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। আদালতে রিভিশন মামলার রায় শুনে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোকর আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবির, আল্লাহু আকবর। সবার স্লোগান এখন নারায়ে তাকবির, আল্লাহু আকবর। আল্লাহ আছেন। ন্যায়বিচার তো আমি পাবোই। কারণ যেটা সত্য, সেটা সত্য। আমি তাহাজ্জুদেই সেটা খবর পাই। হত্যা মামলার যারা তদন্ত করলো না, পিবিআইর বনজ কুমার, পিপি আবু আব্দুল্লাহ, তারা কেন আমার বিপক্ষে গিয়েছিল? আমি তাদেরও বিচার চাইবো। তারা কেন আমার বিপক্ষে গেলো, ৩২ বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ...