পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি কমিউনিটি ক্লিনিকের জমি নিয়ে জটিলতা চরমে পৌঁছেছে। একই জমিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধে এখন পর্যন্ত অন্তত সাতটি মামলা হয়েছে আদালতে। সর্বশেষ ওই জমিতে সরকারি স্বার্থ রক্ষা করতে গেলে এক সরকারি কর্মচারী লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট কমিউনিটি ক্লিনিকের সীমানা নিয়ে ২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত একাধিকবার মামলা করেছেন ক্লিনিকের দাতা সদস্য মোহাম্মদ আলী। সম্প্রতি গত ১৩ অক্টোবর ক্লিনিকের জমিতে স্থাপনা নির্মাণে বাধা প্রদান করতে গেলে দেবীডুবা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক জাকির হোসেনকে লাঞ্ছিতের অভিযোগ উঠে। এই ঘটনায় ওই রাতেই জাকির হোসেন বাদী হয়ে দেবীগঞ্জ থানায় আটজনের নামসহ অজ্ঞাত ১০-১১ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মোহাম্মদ আলীর পরিবার, অন্যান্য দাতা সদস্য ও স্থানীয়দের সাথে এই বিষয়ে কথা...