ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের উইকেট ভালোভাবে পরীক্ষা নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। যত সময় গেছে ততই স্পিন সহায়ক হয়েছে উইকেট। লেগ স্পিনার রিশাদ হোসেন একাই ৬ উইকেট শিকার করে ধ্বসিয়ে দিয়েছে সফরকারীদের ইনিংস। এবার তাই গুরুত্ব বুঝে সিরিজের মাঝেই নিজেদের স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ। এবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য উইন্ডিজের স্কোয়াডে সংযোজন করা হয়েছে বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও র্যামন সিমন্ডসকে। আকিল সাদা বলে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে নিয়মিত মুখ হলেও সিমন্ডস ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন প্রথমবার। হয়ে যেতে পারে অভিষেক। শামার জোসেফ ও জেদিয়াহ ব্লেডস ছিটকে যাওয়াতেই মূলত বাংলাদেশ সিরিজের দলে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। পিঠের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডের দল থেকে ছিটকে গেছেন ব্লেডস। পুনর্বাসনপ্রক্রিয়ার জন্য ফিরে যাবেন দেশে। নভেম্বরে নিউজিল্যান্ডের...