২০ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম মহারাষ্ট্রের পুনেতে ঐতিহাসিক শনিবার ওয়াড়া দুর্গে মুসলিম নারীদের নামাজ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রবিবার বিক্ষোভ প্রদর্শন করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এই ঘটনায় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং রাজ্যসভার বিজেপি সংসদ সদস্য মেধা কুলকার্নি সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। হিন্দুত্ববাদী নেতা কুলকার্নি এক্সে (আগের টুইটার) ভিডিওটি শেয়ার করে কর্তৃপক্ষের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি শহরে একটি বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার সময় বলেন, “এটা দুর্ভাগ্যজনক। শনিবার ওয়াড়া নামাজ পড়ার জায়গা নয়। আমরা প্রশাসনের কাছে এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।” পতিত পাবন সংগঠন এবং হিন্দু সাকল সমাজ সহ বেশ কয়েকটি হিন্দু গোষ্ঠী এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা নামাজ পড়ার পর স্থানটিকে...