জুলাই যোদ্ধাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক হয়। বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এ সময় জুলাই যোদ্ধারা কমিশনকে জানান, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও তাদের অনেকেই গত ঈদ-উল-আযহার পর থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থাকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে উল্লেখ করেন তারা। সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের সর্বাবস্থায় চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে লিখিত নির্দেশনা দেশের সকল হাসপাতালে পাঠানোর বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর...