এই সময়ের একজন নির্ভরশীল সংগীত পরিচালক হিসেবে বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন খুলনার সন্তান শুভেন্দু দাস শুভ। শুভর কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল মৌমিতা রায়ের লেখা ও শুভর নিজের সুরে ‘ফাগুন বেলায়’। গানের ভুবনে তার যাত্রা শুরুর কাল থেকে আজ অবধি তিনি দীর্ঘ দেড় যুগ সময় পার করেছেন। এরইমধ্যে তিনি তার নিজের প্রযোজনায় গান করেছেন, নিজের সংগীত পরিচালনাতেও গান করেছেন আবার নিজে মাঝে মাঝে কিছু গানও গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন।নিজের এই সময়ের ব্যস্ততা ও আগামীদিনের পরিকল্পনা নিয়ে শুভেন্দু দাস শুভ বলেন, আমি সংগীত পরিচালনার কাজটাই মন দিয়ে করে যেতে চাই। যে কারণে আমার ভাবনাজুড়ে কিন্তু সংগীত পরিচালনাটাই রয়েছে। তবে কেউ কেউ আমার কণ্ঠে গানও শুনতে ভালোবাসেন। তাদের জন্য নিজের কিছু একক গানও করছি। সময়মতো তা প্রকাশ পাবে। কোনো তাড়াহুড়া নেই...