অ্যাননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ও সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ২০ অক্টোবর, এ অভিযোগপত্র অনুমোদন করেছে, জানিয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেছেন, “শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।” জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি ২৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে দেখা যায়, আত্মসাত করা টাকার পরিমাণ ‘আরও বেশি’। অভিযোগপত্রে বলা হয়, ‘যোগ্যতা না থাকা সত্ত্বেও জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া কাগজপত্রের ভিত্তিতে’ অ্যাননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ঋণ দেওয়া হয়। ওই ঋণের নামে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা ‘আত্মসাৎ’ করা হয়,...