লাগাতার অগ্নিকাণ্ড; হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না বলে আন্তর্জাতিকভাবে দেখানোর দেশি ও বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ‘এসব অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনও বাধা হবে না। এরপরও সরকার এসব বিষয়ে নজর দিতে হবে।’ বিএনপির এ নেতা বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা তারা দেখিয়েছেন, সবাইকে একত্রিত করা, নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না সেই বিষয়ে তাদের দৃঢ় অবস্থান- সবমিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো...