আগামী ডিসেম্বরে বিজয় দিবসের আগেই আনুষ্ঠানিকভাবে বগুড়া পৌরসভাকে ঘিরে সিটি কর্পোরেশন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। সোমবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এই তথ্য দেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক (পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব) হোসনা আফরোজা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, নগর পরিকল্পনাবিদসহ পৌর কর্মকর্তারা। পৌরসভার কার্যক্রম পরিদর্শনকালে যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, “একটি পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে আটটি শর্ত প্রতিপালন করতে হয়। সব শর্তই এখানে পূর্ণ। জেলা প্রশাসকের কাছ থেকে একটি প্রতিবেদন নিয়েছে মন্ত্রণালয়। সিটি কর্পোরেশন প্রক্রিয়ার অংশ হিসেবে...