এবারের গণ-অভ্যুত্থানের পর দেশকে গড়ার এক বড় সুযোগ দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি উদ্বিগ্ন যে, সেই সুযোগ এখনও ব্যবহার হয়নি বরং রাজনীতির মাঠে ও সমাজে এক অনৈক্যের সুর বাজছে। সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে বর্তমান বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়, আয়োজনে অংশ নেয় বিশ্ববিদ্যালয় পরিক্রমা নামে ম্যাগাজিন পত্রিকা। ফখরুল বলেন, এই এত বড় অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করার সুযোগ এসেছে। কিন্তু চারদিকে দেখা যাচ্ছে রাজনীতিকরা ঐক্য হারিয়ে ফেলেছেন, অনেকে চলে যাচ্ছেন। এতে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে। তিনি বলেন, রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আসে, সততা না থাকে, তাহলে রাজনীতি কখনোই সুন্দর উচ্চশিখরে যেতে পারবে না। রাজনীতিকদের কথা হয়তো শুনতে ইচ্ছা...