২৪ বছরে এ কমিশন বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উল্লেখযোগ্য ‘কিছুই করতে পারেনি’ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীসহ দেশের ৩৩ নাগরিক। রাঙামাটিতে গতকাল রোববার এ সভা হওয়ার কথা ছিল। সোমবার,(২০ অক্টোবর ২০২৫) অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদার নামে পাঠানো বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর ক্ষোভ, উদ্বেগ ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, পার্বত্য তিন জেলায় ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি নিষ্পত্তি কমিশন গঠিত হলেও গত ২৪ বছরে এ কমিশন বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি। ২০১৬ সালে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের পর ভূমি কমিশনের কয়েকটি সভা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে, যেগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।’ বিবৃতিতে...