নাসুম আহমেদকে দলে নেওয়ার আলোচনাটা প্রথম ওয়ানডের প্রথম ইনিংসের পরপরই নাকি হয়ে গিয়েছিল। টি-টোয়েন্টি সিরিজে তিনি থাকবেনই। বাকি দুই ওয়ানডের জন্য মিরপুরের পাতা ফাঁদের অন্যতম সেরা অস্ত্র হিসেবে নাসুমকেই বিবেচনা করা হচ্ছে। এজন্য সিলেট থেকে উড়িয়ে ঢাকায় আনা হয় বাঁহাতি স্পিনারকে। তবে তাকে একাদশে রাখা হবে কিনা তা নিশ্চিত করেননি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, ‘‘আগামীকাল দেড়টায় দেখতে পারবেন।’’ মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ এক পেসার নিয়ে নামলে অবাক হওয়ার থাকবে না। মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌম্য সরকারকে দ্বিতীয় পেসার হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাকি সব স্পিন অস্ত্র।আরো পড়ুন:৭ বলে ৫ উইকেট হারিয়ে শেষ ওভারে হারল বাংলাদেশবাংলাদেশের অনুশীলনে কেন ‘মঙ্গুজ ব্যাট’? প্রথম ওয়ানডেতেই চূড়ান্ত ধারনা পাওয়া হয়ে গেছে পরের দুই ম্যাচে কী অপেক্ষা করছে। মিরপুরে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে।...