জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল–পূর্ব সমাবেশে রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে জামায়াতের আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য নভেম্বর মাসের মধ্যে গণভোট দিতে হবে। এরপর জুলাই সনদের ভিত্তিতেই আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে।’’ তিনি আরো বলেন, ‘‘গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এ সব দাবি মেনে নেওয়া না হলে জামায়াতের আন্দোলন চলতেই থাকবে।’’আরো পড়ুন:জবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভনবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা জবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা সোমবার (২০ অক্টোবর) ঢাকার জাতীয় মসজিদ...