চীনের বিরল খনিজ চুম্বকের রপ্তানি সেপ্টেম্বর মাসে পড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাত, গাড়ি ও স্মার্টফোনসহ বিভিন্ন পণ্যের নির্মাতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদানের ওপর বিশ্বের শীর্ষ সরবরাহকারী দেশ চীন তাদের আধিপত্যকে কাজে লাগিয়ে বাণিজ্য আলোচনায় সুবিধা নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের কাস্টমসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে চুম্বকের চালান অগাস্টে যা ছিল তার তুলনায় ৬ দশমিক ১ শতাংশ কমে ৫,৭৭৪ টনে দাঁড়িয়েছে। অগাস্টে সাত মাসের মধ্যে সর্বোচ্চ ৬,১৪৬ টন চুম্বক রপ্তানি হওয়ার পর এই পতন হল। বিশ্বে বিরল খনিজ চুম্বক সরবরাহের ৯০ শতাংশেরও বেশি আসে চীন থেকে। এই উপাদান বৈদ্যুতিক যান, স্মার্টফোন, উইন্ড টারবাইন, মেডিকেল ডিভাইস এবং প্রিসিশন গাইডেড অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য আলোচনা চলছে এবং এ মাসের শেষদিকে...