ম্যাচের ষষ্ঠ ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে সুর বেঁধে দিলেন ব্লেসিং মুজারাবানি। পরে সব আলো কেড়ে দিলেন ব্র্যাড ইভান্স। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে আফগানিস্তানকে দেড়শর আগে গুটিয়ে দিল জিম্বাবুয়ে। জবাবে বেন কারানের অপরাজিত ফিফটিতে লিড নিল তারা। হারারেতে একমাত্র টেস্টে সোমবার আফগানদের ১২৭ রানে আটকে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ২ উইকেটে ১৩০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে তারা। আলোক স্বল্পতায় ১৭ ওভার আগে শেষ হয় দিনের খেলা। ৫ চারে ৫২ রানে অপরাজিত আছেন কারান। অভিজ্ঞ ব্রেন্ডান টেইলর খেলছেন ১৮ রানে। আফগানদের অল্পতে থামিয়ে দেওয়ার কারিগর ইভান্স স্রেফ ২২ রান খরচায় নেন ৫ উইকেট। টেস্টে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন এই পেসার। ৪৭ রান দিয়ে তিন শিকার ধরেন আরেক পেসার মুজারাবানি। টস হেরে ব্যাটিংয়ে নেমে আত্মবিশ্বাসী শুরু করেন ইব্রাহিম। ৪টি চারে ১৯...