জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে হত্যার প্রতিবাদে এবং দ্রুতবিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল। সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মুরাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ। বিক্ষোভ মিছিলে আমার ভাই মরলো কেন? ইন্টেরিম জবাব চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, উই ওয়ান্ট জাস্টিসসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, গতকাল আমাদের ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জুবায়েদ হোসাইনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পাঁচ আগষ্টের পর ছাত্রদলের দুই নেতা পারভেজ ও সাম্যকে হত্যা করা হয়েছে কিন্তু আমরা রাষ্ট্রের কাছে ন্যায়বিচার পাইনি।এ থেকে প্রমাণিত হয়,একটা গণতান্ত্রিক সরকার ছাড়া অপরাধের বিচার করা যায়...