চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একসঙ্গে তিনটি শিশুর জন্ম দিয়েছেন মারুফা খাতুন নামে এক গৃহবধূ। সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা শহরের ফাতেমা টাওয়ারে অবস্থিত ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জন্ম দেন। প্রসূতি মারুফা খাতুন আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার পদ্মবিলা গ্রামের কৃষক মিন্টু শেখের স্ত্রী। তিনি এই প্রথম মা হলেন। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন চুয়াডাঙ্গার গাইনি বিশেষজ্ঞ ডা. লীফা নারছিছ চৈতী ও এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম। জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের মা বর্তমানে সুস্থ আছেন। ডা. লীফা নারছিছ চৈতী যুগান্তরকে জানান, মারুফা খাতুন প্রথমে আমার স্থানীয় চেম্বারে চিকিৎসা নিতে আসেন। তখন আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানা যায় তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। নিয়মিত চিকিৎসা নেওয়ার পর নির্ধারিত...