সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। লেগ স্পিনার রিশাদ হোসেনের নৈপুণ্যে প্রথম ম্যাচে ৭৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ওয়ানডেতে দেশের চতুর্থ বোলার হিসেবে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ। এই তালিকায় সেরা বোলিংয়ে রেকর্ড যৌথভাবে দখলে রেখেছেন দুই পেসার মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি (১০ ওভার) ও ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রুবেল (৫.৫ ওভার)। তবে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড দখলে নিয়েছেন রিশাদ। প্রথম ম্যাচে রিশাদের দুর্দান্ত বোলিং পারফরমেন্স অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সোমবার,(২০ অক্টোবর ২০২৫) শেরেবাংলা স্টেডিয়ামে...