সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইলস নামে একটি কারখানার সামনে এ ঘটনা ঘটার কথা বলেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন। প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যার ব্যস্ত সড়কে চলন্ত অবস্থায় হঠাৎ অ্যাম্বুলেন্সেটিতে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। তবে তাতে কোনো রোগী ছিলেন না। শুধু চালক ও গাড়ির মালিক ছিলেন। তারা গাড়ি থামিয়ে দ্রুত নেমে যান। কিছুক্ষণের মধ্যেই পুরো অ্যাম্বুলেন্সেটি আগুনে পুড়ে ভস্ম হয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন, তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ কাছে যেতে সাহস...