পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জোবায়েদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি। গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের রৌশান ভিলা এলাকায় ছাত্রী বর্ষাকে পড়াতেন। বর্ষার সঙ্গে দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্কে ছিলেন মাহির রহমান। সম্প্রতি সম্পর্কের অবসান ঘটান বর্ষা, যা নিয়েই শুরু হয় টানাপোড়েন। ঘটনার দিন রোববার (১৯ অক্টোবর) বিকেলে বর্ষার টিউশনির পথে জোবায়েদের সঙ্গে দেখা হয় মাহিরের। পারিবারিক সূত্রে জানা গেছে, এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরেই জোবায়েদ ছুরিকাঘাতে নিহত হন। সন্ধ্যা ছয়টার দিকে রক্তে ভেজা হাত নিয়ে বাড়ি ফেরেন মাহির। তার মা রেখা রহমান বলেন, “ওর হাত কাটা দেখে আমি জানতে চাইলে সে বলে এক ছেলের সঙ্গে ধস্তাধস্তির সময় ছুরিতে...