ক্রাইস্টচার্চে জিততে হলে রান তাড়ায় রেকর্ড গড়তে হতো নিউজিল্যান্ডকে। সেটা যে কঠিন ছিল তা ম্যাচ শেষে প্রমাণ মিলেছে। ২৩৭ রানের লক্ষ্যে নেমে ১৭১ রানে অলআউট হয়েছে। ঘরের মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬৫ রানে হেরে সিরিজেও পিছিয়ে গেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের প্রথমটি পরিত্যক্ত হওয়ায় সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে তাই জিততেই হবে অধিনায়ক মিচেল স্যান্টনারের দলকে। আগামী ২৩ অক্টোবর অকল্যান্ডে শেষ টি-টোয়েন্টিটি হবে। সংক্ষিপ্ত সংস্করণে রান তাড়ায় নিউজিল্যান্ডের আগের রেকর্ডটি ছিল ২০১ রানের। ২০১২ সালে হামিল্টনে রব নিকোল ও জেমস ফ্রাঙ্কলিনের জোড়া ফিফটিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছিল কিউইরা। ১৩ বছর আগের সেই রেকর্ড ভাঙতে হলে নিউজিল্যান্ডের কাউকে না কাউকে বড় ইনিংস খেলতে হতো। সেটা পারেননি টিম সেইফার্ট-রাচিন রবীন্দ্ররা। বড় ইনিংস তো দূরের কথা বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কোনো ব্যাটারই ফিফটি করতে...